একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সৈয়দ আহমেদ টেক এলাকায় শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে বাঁশখালী ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোহাম্মদ পারভেজের মুদি দোকান, ছৈয়দের দোকান, হারুনের তরকারির দোকান, রুবেলের মুদি দোকান, মিনারের কীটনাশকের দোকান, ইউনুসের মোবাইল পার্টসের দোকান, আজিজ আহমেদের রাইচ মিল এবং কাশেমের মালিকানাধীন দুটি দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের গভীরে হঠাৎ আগুন জ্বলে উঠতে দেখে স্থানীয় লোকজন একত্রিত হয়ে সাহসিকতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২৫-৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে, যার মধ্যে দোকানের মালামাল এবং স্থাপনার ক্ষতি উল্লেখযোগ্য।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।”
স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকায় বৈদ্যুতিক সংযোগের অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অতীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তারা দ্রুত বৈদ্যুতিক লাইনের সংস্কার এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য:
দ্রুত তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
No comments:
Post a Comment