নিখোঁজের ৬ দিন পর কিশোরের লাশ উদ্ধার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 January 2025

নিখোঁজের ৬ দিন পর কিশোরের লাশ উদ্ধার

একুশে মিডিয়া ডেস্ক:

সাভারের আশুলিয়া থেকে নিখোঁজের দিন পর মাটিচাঁপা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার ( জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কবিরপুরস্থ বাংলাদেশ বেতারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম মাহামুদুর রহমান হৃদয় (১৮) হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর মাহামুদুর রহমান হৃদয় কবিরপুরস্থ বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাঁদামুক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে আশেপাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে তার মা এসে তাকে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত শনিবার থেকে হৃদয় নিখোঁজ ছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানার মামলা দায়ের হয়েছে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages