মোঃ হাফিজুর রহমান, সাভার:
হাঁটি-হাঁটি পা-পা করে দেশের অন্যতম স্বনামধন্য ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক "ভোরের দর্পণ" পত্রিকা ২৪ বছর অতিক্রম করে ২৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আশুলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। "সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়"—এ শ্লোগানকে ধারণ করে এ উদযাপন সম্পন্ন হয়।
প্রধান অতিথি ও অতিথিদের অংশগ্রহণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যক্তি আবুল হুসাইন।
আয়োজনের সভাপতিত্ব করেন দৈনিক "ভোরের দর্পণ"-এর আশুলিয়া প্রতিনিধি এবং অভিনেতা মো. মশিউর রহমান মশি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. জহিরুল ইসলাম খাঁন লিটন।
বিশেষ অতিথিরা ছিলেন:
- বিএনপি নেতা মো. ইমান উদ্দিন।
- ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন মুন্সী।
- ছাত্রদল নেতা মো. ইসমাইল হাবিব।
- নাট্য পরিচালক মো. হিরন সোহেল।
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. লোকমান হোসেন।
- দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু।
- ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদ হাসান শিকদার।
অন্যান্য উপস্থিত অতিথি ও সাংবাদিকরা:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- দৈনিক নয়া দিগন্তের মো. তুহিন আহমেদ।
- মাই টিভির আশুলিয়া প্রতিনিধি মো. আনোয়ার হোসেন।
- বাংলা টিভির আলমগীর হোসেন নিরব।
- বিজয় টিভির মো. সোহেল হোসেন।
- সাংবাদিক ইমরান হাসান নিলয়।
- এশিয়ান টিভির সবুজ হোসেন।
- চ্যানেল এস-এর মৃদুল ধর।
- বিডি লাইভ ২৪-এর শাকিল শেখ।
মশিউর রহমান মশির বিশেষ ভূমিকা:
উল্লেখ্য, মো. মশিউর রহমান মশি দীর্ঘদিন ধরে দৈনিক "ভোরের দর্পণ" পত্রিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছেন।
বক্তব্যের সারসংক্ষেপ:
বক্তারা দৈনিক
"ভোরের
দর্পণ"-এর দেশব্যাপী গণমাধ্যম হিসেবে
দায়িত্বশীল ভূমিকা
পালনের
প্রশংসা করেন।
তারা
উল্লেখ
করেন,
সাংবাদিকতার নীতি,
আদর্শ
এবং
অসাম্প্রদায়িক চেতনা
বাস্তবায়নে পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা
রেখে
চলেছে।
অনুষ্ঠানে আগত
অতিথিরা পত্রিকার অগ্রযাত্রা ও
ভবিষ্যৎ সফলতার
জন্য
শুভকামনা জানান।
No comments:
Post a Comment