এইচ,এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পরিচালিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১২ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় পেকুয়ার কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে অফিস উদ্বোধন করেন পেকুয়া স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, একই সঙ্গে পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ তারেকুল ইসলাম, সভাপতি মোঃ জিয়াউদ্দীন অনিক, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক (ফুটবল) সাইদী রহমান, দপ্তর সম্পাদক এইচ.এম শহীদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ আমিন ও মোঃ তারেক লিল, প্রচার সম্পাদক রনি হাসান ইমন, আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ মিজান এবং সহ-আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন।
অনুষ্ঠানে ছফওয়ানুল করিম বলেন, "দীর্ঘদিন ধরে মানুষ বিনোদন থেকে বঞ্চিত ছিল, যার ফলে ক্রীড়াপ্রেমিরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। যুবসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে এবং সমাজে ক্রীড়াচর্চা বৃদ্ধি করার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আশা করছি, এই আয়োজন মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।"
পেকুয়া স্পোর্টিং ক্লাবের এই আয়োজন এলাকার ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
No comments:
Post a Comment