একুশে মিডিয়া, ডেস্ক:
কক্সবাজার শহরের কলাতলী এলাকার ডিসির পাহাড় সংলগ্ন একটি খালি প্লট থেকে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে বাড়ির অদূরে প্লটের ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। আহাদ স্থানীয় আনোয়ার হোসেনের পুত্র।
প্রতিবেশী সুলতান মাসুদ জানান, বিকেল ৫টার দিকে আহাদ নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১টার দিকে একটি সীমানা দেয়ালঘেরা খালি প্লটের ভেতর আহাদের মরদেহ দেখতে পান তারা।
মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গিয়েছিল।
সুলতান মাসুদ আরও জানান, শিশুটির গলায় চাপের চিহ্ন পাওয়া গেছে, তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এই ঘটনার বিষয়ে সকাল ৮টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী এই ঘটনাকে ঘিরে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
No comments:
Post a Comment