মো. হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি:
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলার আশুলিয়া থানার সাভার পাথালিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী কৃষকদল পাথালিয়া ইউনিয়নের ব্যানারে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুবাহান মেম্বারের বাসভবন ঘুঘুদিয়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফ, পাথালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মো. ওসমানী গণি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান এবং পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও মূল দলের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment