মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 January 2025

মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) মোরেলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মশালা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুজাহিদুল ইসলাম, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ . মো. রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং ব্র্যাক এনজিওর প্রতিনিধি মাফুজা খাতুন।

ছাত্রীদের পক্ষ থেকে নবম শ্রেণির ছাত্রী নুজহাত জাবিন আফিয়া ইসলাম অর্পি তাদের বক্তব্যে বাল্যবিবাহের কুফল ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বাল্যবিবাহের ভয়াবহ প্রভাব, এর আইনগত দিক এবং সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, বাল্যবিবাহ একটি কিশোরীর ভবিষ্যৎ নষ্ট করে এবং সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। নারীর শিক্ষা, স্বাস্থ্য ক্ষমতায়ন নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালার শেষে ব্র্যাক এনজিওর উদ্যোগে ১০০ জন ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা বাল্যবিবাহ প্রতিরোধে একটি টেকসই সামাজিক আন্দোলন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages