বাঁশখালীতে মিনি ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2025

বাঁশখালীতে মিনি ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে মিনি ট্রাকের ধাক্কায় মো. আবুল কাশেম (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মৃত আব্দুস সত্তারের পুত্র।

বুধবার ( জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিনজি ফকির মাজারের উত্তরে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের ভাগিনা মো. সোহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বিবরণ:

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, ঝিনজি ফকির মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেমকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি অন্তত ১০ হাত দূরে ছিটকে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার জানিয়েছে।

পুলিশের বক্তব্য:

বিষয়ে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারেনি। তবে নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages