কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকার এতিম শিশু ও দরিদ্র মানুষের মাঝে ১১০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে ৩৫টি এতিমখানার শিশুদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত বলেন, “আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমরা ৩৫টি এতিমখানার কোমলমতি শিশুদের পাশাপাশি ১৪টি মন্দির, ২টি প্যাগোডা ও ১টি গির্জার হতদরিদ্র শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে পেরেছি। শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপপ্রকৌশলী, পিআইওসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এবং এতিমখানা কর্তৃপক্ষ।
এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং এটি মানবিক সহায়তার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
No comments:
Post a Comment