এম এ হাসান, কুমিল্লা:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চৌদ্দগ্রামে সকল ধরনের ষড়যন্ত্রের সাংগঠনিক মোকাবিলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মজুমদার।
রবিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের চলমান কমিটি গঠিত হয়েছে। ষড়যন্ত্র করে এ কমিটির কার্যক্রম ব্যাহত করা সম্ভব নয়।"
সভায় তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় গঠনতন্ত্রের নিয়ম মেনে গঠিত চৌদ্দগ্রাম উপজেলা কমিটি ইতিমধ্যেই চার মাস অতিক্রম করেছে। এ কমিটির নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম দ্রুত গতিতে চলছে।"
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ। সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক এনাম ও প্রচার সম্পাদক রবিউল হোসেন সভা সঞ্চালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন:
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন পাশা, সহ-সভাপতি ইউনুস মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফরহাদ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শ্রমিক নেতা আইয়ুব আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য সুমন রাজ, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলুল হক, ক্রীড়া সম্পাদক নাজমুল হক চৌধুরী টিপু, এবং আরও অনেকে।
উক্ত সভায় বক্তারা চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান এবং সাংগঠনিক কার্যক্রমে একতাবদ্ধ থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
No comments:
Post a Comment