মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মোরেলগঞ্জ বিএনপি ও স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারী) দুপুর ১২টায় মোরেলগঞ্জ পৌর এলাকার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা: অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন:
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মরিরুজ্জামান মনির, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের বক্তব্য: অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার আলো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মোরেলগঞ্জের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের গুরুত্ব: এ গণসংবর্ধনা মোরেলগঞ্জে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য মোরেলগঞ্জের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আশা জাগিয়েছে।
No comments:
Post a Comment