একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকায় হাত-পা বাঁধা এবং চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হলেও তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
খুলশী থানার উপপরিদর্শক মো. বেলাল খান জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। মৃত ব্যক্তির হাত বাঁধা এবং মুখ ও চোখে টেপ মোড়ানো ছিল। নাম-পরিচয় এখনো অজ্ঞাত। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এটি হত্যাকাণ্ড কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া:
ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশের করণীয়:
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
No comments:
Post a Comment