একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত যুবক আবদুস সাত্তার (২০) বাঁশখালী উপজেলার মনকিরচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জনৈক মৃত বজল আহমদের পুত্র।
বৃহস্পতিবার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার সংলগ্ন কবির স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে। এ সময় তার প্যান্টের বাঁ পকেট থেকে একটি বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাঁশখালী ডিবি পুলিশের এসআই সুজন বিকাশ চাকমা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
No comments:
Post a Comment