চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ওপর হামলার অভিযোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 11 January 2025

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার ওপর হামলার অভিযোগ

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে ঘটনা ঘটে।

অভিযোগ:
রাসেল আহমেদ দাবি করেন, “ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংএর সদস্যরা এই হামলা চালিয়েছে। জানা যায়, হামলার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ওয়াসা মোড়ের ওই অফিসে অবস্থান করছিলেন। একপর্যায়ে ডট গ্যাং সদস্যরা অফিস অবরোধ করে এবং সেখানে হামলা চালায়।

পূর্বপেক্ষাপট:
এর আগে, জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে তারা এই কর্মসূচি শুরু করেন।

পথসভায় বক্তব্য দেন আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের জন্য আল্টিমেটাম দিয়েছি। তবে দেশি-বিদেশি অনেক শক্তি চায় না এই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।

সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “ঘোষণাপত্র বাস্তবায়নে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবো না। সব বাধা মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

পরিস্থিতি:
ওয়াসার মোড়ে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages