সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর তানোরে আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের প্রতিষ্ঠিত আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং ১৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শনিবার বেলা ১১টায় তানোর উপজেলার নারায়ণপুর দ্বীতীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য:
অনুষ্ঠানে প্রধান
অতিথি
হিসেবে
উপস্থিত ছিলেন
প্রধান
উপদেষ্টার বিশেষ
সহকারী
শিক্ষা প্রতিমন্ত্রী প্রফেসর ড. আমিনুল ইসলাম।
আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত
এ
অনুষ্ঠানে বিশেষ
অতিথি
হিসেবে
বক্তব্য রাখেন:
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব।
- তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
- স্বর্ণপদকপ্রাপ্ত আদর্শ কৃষক ও কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ।
অনুষ্ঠান পরিচালনা ও উপস্থিতি:
অনুষ্ঠানটি পরিচালনা করেন
রাজশাহী বেতারের ধারাভাষ্যকার সোহেল মাহমুদ।
এতে
উপস্থিত ছিলেন
নারায়ণপুর দ্বীতীয় উচ্চ
বিদ্যালয়ের প্রধান
শিক্ষক
আলাউদ্দীন আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
শিক্ষার্থী এবং
তানোর
উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য বার্তা:
আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আহম্মদ হোসেন বলেন, “শিক্ষার উন্নয়নে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। এই উদ্যোগ তাদের উন্নত শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
No comments:
Post a Comment