একুশে মিডিয়া, প্রতিবেদন:
নিজেকে কখনো মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে অভিনব কৌশলে প্রতারণা ও চাঁদাবাজি করছিল এক পেশাদার প্রতারক। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত প্রতারকের নাম শাহ কামাল খান (৪৬), যিনি কামাল খান নামেও পরিচিত। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় মাতুয়াইল ইউলুপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণ:
ডেমরা থানার সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ১৬ জানুয়ারি দুপুরে ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় কামাল খান তার মোবাইলে ফোন করে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দেন। ফোনে তিনি ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করার হুমকি দেন।
পুলিশ পরিদর্শক বিষয়টি তার সহকর্মীদের জানান। এতে জানা যায়, একই কৌশলে কামাল বিভিন্ন পুলিশ সদস্যের কাছ থেকেও চাঁদা দাবি করতেন। এরপর কৌশলে তাকে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে এনে গ্রেপ্তার করা হয়।
মামলা ও তদন্ত:
গ্রেপ্তারের পর, পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে ডেমরা থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ডেমরা থানা সূত্রে আরও জানা গেছে, শাহ কামাল খান একজন পেশাদার প্রতারক। তিনি নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সহকর্মী, বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ সদস্যসহ সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।
গ্রেপ্তারকৃত কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত চলছে।
পুলিশের বার্তা:
পুলিশ সাধারণ জনগণকে এ ধরনের প্রতারকদের সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ থানায় দ্রুত জানাতে অনুরোধ করেছে।
No comments:
Post a Comment