আবু সাঈদ হত্যাকাণ্ড: ৭১ শিক্ষার্থী বহিষ্কার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 January 2025

আবু সাঈদ হত্যাকাণ্ড: ৭১ শিক্ষার্থী বহিষ্কার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

একুশে মিডিয়া, ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

রোববার ( জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভা শেষে বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . শওকাত আলী। উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত:

উপাচার্য আরও বলেন, "ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।"

আন্দোলনের প্রেক্ষাপট:

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী বলে উপাচার্য উল্লেখ করেন। আন্দোলন চলাকালে হামলার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে, নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার প্রেক্ষাপট:

গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages