একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামে র্যাব-৭ এর বিশেষ অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১১ জন দালাল হাতেনাতে ধরা পড়েছে। এদের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৭ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে দালালচক্রের দৌরাত্ম্য এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় হাসপাতালের বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের সামন থেকে সন্দেহজনক আচরণের ভিত্তিতে মোট ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জনকে আর্থিক জরিমানা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, "চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে র্যাবের অভিযানে ১১ জন ধরা পড়েছে। এদের মধ্যে ৮ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের কাজ চলছে।"
এ ধরনের অভিযানের মাধ্যমে হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রোগী ও স্বজনদের ভোগান্তি কমানোর লক্ষ্যে র্যাব এবং প্রশাসন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment