একুশে মিডিয়া, নিজস্ব
প্রতিবেদক:ছবি- একুশে মিডিয়া
ডাক্তার অনিক গুহ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস পার্ট-১ (শিশু নিউরোমেডিসিন), এবং নিওনেটোলজিতে এমডি পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় চট্টগ্রামের বাঁশখালীর কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এর পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বাঁশখালীর গুনাগরীস্থ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী ছগির আহমদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, এবং কেয়ার পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল বক্তব্য:
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এর পরিচালক আবুল কালাম খান। এতে বক্তব্য রাখেন ছৈয়দুল আলম, আমিনুল ইসলাম, এবং মাহবুব আলা। বক্তারা ডাক্তার অনিক গুহের এই সাফল্যকে বাঁশখালী এবং দেশের গৌরব হিসেবে অভিহিত করেন।
ডাক্তার অনিক গুহ সংবর্ধনা গ্রহণ করে বলেন, "এই অর্জন শুধুমাত্র আমার একার নয়। এটি আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসার ফল। আমি সবসময়ই আপনাদের স্বাস্থ্য সেবায় নিবেদিত ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।"
তিনি আরও বলেন, "আমার লক্ষ্য সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। চিকিৎসা সেবার মান উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করব।"
বাঁশখালীর বাসীর জন্য বিশেষ সেবা:
ডাক্তার অনিক গুহ বাঁশখালীর সাধারণ মানুষের প্রতি বিশেষ দায়িত্ববোধ থেকে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বাঁশখালীর গুনাগরীস্থ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার-এ নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তার এই সেবা স্থানীয় মানুষের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক্তার অনিক গুহের পেশাগত জীবন:
ডাক্তার অনিক গুহ বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামে। তিনি চিকিৎসা ক্ষেত্রে উদ্ভাবনী দক্ষতা এবং দায়িত্ববোধের জন্য প্রশংসিত।
উপসংহার:
ডাক্তার অনিক গুহের এই অসামান্য সাফল্য স্থানীয় এবং জাতীয় পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়নে তার প্রতিশ্রুতি ও অধ্যবসায়ের প্রতীক। তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলে এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করেন। তার মতো নিবেদিতপ্রাণ চিকিৎসকরা দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছেন।
No comments:
Post a Comment