কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) বাদাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুল হাসান ওই এলাকার মৃত জরিপ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কামরুলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হবে।
মন্তব্য:
কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
No comments:
Post a Comment