কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 January 2025

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়

এইচ, এম শহীদ , পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল ( জানুয়ারি) পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রাত ৮টার দিকে পেকুয়া প্রেসক্লাবে উপস্থিত হন কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান (সম্পাদক, দৈনিক সৈকত) এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। তাঁদের সঙ্গে ছিলেন জেলা সাংবাদিকদের একটি প্রতিনিধি দল।

উপস্থিত বিশিষ্টজন:

দলের মধ্যে ছিলেন প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ (দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি), শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান), ইমাম খাইর (সিবিএনের কক্সবাজার ব্যুরো চিফ), নুরুল ইসলাম হেলালি (দৈনিক দিনকাল), এবং আনছার হোসেন (আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি)

পেকুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে:

পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। তিনি পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনার বিষয়বস্তু:

মতবিনিময় সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, এবং জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সংবাদমূল্য থাকা সত্ত্বেও কোনো তথ্য দমন করা উচিত নয় এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

অন্যান্য উপস্থিতি:

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল্লাহ আনসারী, এফ এম সুমন, এইচ এম শহিদ, এম গোলাম রহমান, মোহাম্মদ ইউনুছ, আমিনুল ইসলাম বাহার, এবং তৌহিদুল ইসলাম।

সভায় পেকুয়া কক্সবাজারের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages