চট্টগ্রাম মহানগর ও চবি শাখার ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 January 2025

চট্টগ্রাম মহানগর ও চবি শাখার ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা

একুশে মিডিয়া, ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পৃথক তিনটি সাংগঠনিক ইউনিটে ২০২৫ সেশনের নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

মহানগর উত্তর শাখা:

চট্টগ্রাম মহানগর উত্তরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজির হোসেন জুয়েল, এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুমিনুল হক। আর ইসরা ভবনে অনুষ্ঠিত ভোটে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন তানজির। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে মুমিনুলকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি এর আগে মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মহানগর দক্ষিণ শাখা:

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি হয়েছেন মাইমুনুল ইসলাম মামুন। নগরের চন্দনপুরায় একটি কমিউনিটি সেন্টারে সদস্যদের ভোটে ইব্রাহিম হোসেন রনি সভাপতি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি মাইমুনুল ইসলাম মামুনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। নবনির্বাচিতরা পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

চবি শাখা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ আলী। সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চবি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। ভোট শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানের অতিথি:

প্রতিটি শাখার নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ এবং চবির সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপসংহার:
নবনির্বাচিত কমিটির নেতারা ইসলামী ছাত্রশিবিরের আদর্শ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages