একুশে মিডিয়া, প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার (জুমাবার) বিকেল ৩টায় মিয়াবাজার শহীদ ইউসুফ কমপ্লেক্সের ২য় তলায় নতুন অফিসে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মুফতি নুরুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা এস এম ফয়জুল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম।
প্রধান অতিথি: সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসীন আমিনী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইসী। জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল। বামুক জেলা সভাপতি মাওলানা মোজ্জাম্মেলুল হক কাসেমী। জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী। বাঁশখালী আইম্মা পরিষদ সভাপতি মাওলানা ফুজাইল বিন আব্দুল জলিল।
সভায় আরও বক্তব্য রাখেন: উপজেলা সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দীন মিছবাহ। পৌরসভা সভাপতি মাওলানা কলিমুল্লাহ। গন্ডামারা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলামুর রহমান। বৈলছড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহীম। সরল ইউনিয়ন পশ্চিম সভাপতি মাওলানা আহমদুর রহমান। কালিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নোমান বিন জাকের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনার বিষয়বস্তু: সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, এবং সমাজকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
No comments:
Post a Comment