গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 January 2025

গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

একুশে মিডিয়া, গোপালগঞ্জ প্রতিবেদন:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনউপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯), এবং মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮) নিহত দিপু দাস নবম শ্রেণি বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিবরণ:

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, স্থানীয়রা রাস্তার পাশে তিনজনের মরদেহ এবং একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরের ঘন কুয়াশার কারণে সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল অজ্ঞাত একটি গাড়ির চাপায় পড়ে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা থাকায় রাস্তার দৃশ্যমানতা কম ছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে চলাচলের সময় চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages