সাংবাদিক রাশেদুল তুষারের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 January 2025

সাংবাদিক রাশেদুল তুষারের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

একুশে মিডিয়া, ডেস্ক:


চট্টগ্রাম প্রেসক্লাব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরোর সাবেক সিনিয়র রিপোর্টার রাশেদুল তুষারের পিতা মোহাম্মদ আবুল কালাম (৭৫) ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।

শনিবার ( জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেটের -ব্লকের বাসিন্দা ছিলেন। শনিবার বাদ এশা জানাজার নামাজ শেষে হালিশহর এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শোক বার্তা:

মরহুমের মৃত্যুতে পৃথক শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)। এক শোকবার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী সাধারণ সম্পাদক . শামসুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল এবং সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর মিলন তাদের শোকবার্তায় বলেন, "সিইউসিএজেএএ-এর অর্থ সম্পাদক ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী, দৈনিক কালের কণ্ঠের সাবেক সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান তুষারের পিতার আকস্মিক মৃত্যুতে অ্যালামনাই পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" মরহুম আবুল কালামের মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages