মোঃ হাফিজুর রহমান, সাভার:
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান বলেন, পারিবারিক একটি ঝামেলা থেকে তৃতীয় পক্ষের প্ররোচনায় তার ছোট ভাই বশির আহমেদ বড় ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে থানায় জিডি করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তৃতীয় পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার ছোট ভাইকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও জানান, পরিবারের নিরাপত্তার জন্য থানায় আলাদাভাবে সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ছোট ভাই বশির আহমেদের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসনকে তাকে সেফ কাস্টডিতে নেওয়ার অনুরোধ জানানো হবে।
মা ও বোনের বক্তব্য:
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলামের মা ও বোন জানান, কিছুদিন আগে চাচাতো ভাইদের সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে তৃতীয় পক্ষের ইন্ধনে এই অভিযোগ আনা হয়েছে। তারা বলেন, "আমাদের ছোট ছেলে বশিরকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। এটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা এর প্রতিবাদ জানাই।"
স্থানীয়দের বক্তব্য:
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও সংখ্যালঘুদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। তারা বলেন, "জহিরুল ইসলাম সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করেন। তাই এটি তার পরিবারের সম্মানহানির চেষ্টা ছাড়া কিছুই নয়।"
সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবার ও স্থানীয়রা এই মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
No comments:
Post a Comment