মো. হাফিজুর রহমান, সাভার:
একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ যেমন চিরস্মরণীয়, তেমনি ২০২৪ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের অবদানও জাতি কখনো ভুলবে না। এই স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারগুলো পূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, "একাত্তরে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতার প্রকৃত সুফল এখনো পুরোপুরি জনগণের কাছে পৌঁছায়নি। ২০২৪ সালে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতে হবে। যদি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হয়, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে।"
তিনি আরও বলেন, "শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করাও আমাদের দায়িত্ব।"
অনুষ্ঠানে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সীর সঞ্চালনায় কয়েক শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মো. মঈন উদ্দিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম এবং আরও অনেক নেতৃবৃন্দ।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
No comments:
Post a Comment