একুশে মিডিয়া, ডেস্ক:
সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ সংগঠনটি ১৯৮৩ সালে বাঁশখালী উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মো. আবদুল কাদের চৌধুরী প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এ স্মৃতি সংসদের পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা এবং কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: মো. আবু ছালেহ আমির
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ডা. ননী গোপাল চক্রবর্তী
যুগ্ম আহ্বায়ক: মো. ফিরুজুল হক চৌধুরী, মো. মফিজ সরোয়ার, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ও মো. ছরোয়ার হোছাইন চৌধুরী
সদস্য সচিব: মুহাম্মদ জসীম চৌধুরী
সিনিয়র যুগ্ম সচিব: মো. আবদুল হামিদ চৌধুরী
যুগ্ম সচিব: মো. জসিম উদ্দিন ও উত্তর কুমার দাশ
সমন্বয়কারী: মাস্টার মো. আনোয়ারুল ইসলাম
সহ-সমন্বয়কারী: মো. মোশারফ হোসেন, মোহাম্মদ ফারুক ও মো. এবাদুল হক
অর্থ সচিব: মো. হাসানুজ্জামান চৌধুরী রাসেল
সহ অর্থ সচিব: মো. ইব্রাহীম খলিল চৌধুরী
এছাড়া মো. শহীদুল ইসলাম শেকুল, মো. আবুল কালাম আজাদ, মো. শফিউল আলম, মো. আব্বাস উদ্দিন, মো. নুরুল আলম, মো. জিয়াউর রহমান, মো. ওসমান গণি চৌধুরী মানিক, মো. শাহ ওমর বিন রাজীবসহ আরও সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কমিটির মাধ্যমে সংগঠনের নতুন কর্মসূচি বাস্তবায়ন, প্রয়াত বিএনপি কর্মীদের স্মরণ ও স্মৃতি সংসদের কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
No comments:
Post a Comment