কর্ণফুলীতে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেপ্তার: উদ্ধার ৩৮টি চোরাই মুঠোফোন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 January 2025

কর্ণফুলীতে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেপ্তার: উদ্ধার ৩৮টি চোরাই মুঠোফোন

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মুঠোফোন চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার ( জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন আতিক (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চরপাথরঘাটা নম্বর ওয়ার্ডের রমজান আলী শাহ মাজার এলাকার নুর হোসেনের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জামালপাড়া ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন জানিয়েছেন, তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় মুঠোফোন চোর চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এই চক্রটি চোরাই মুঠোফোন বেচাকেনা করে আসছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, "ডিবি পুলিশের অভিযানে মোবাইল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।" ঘটনায় পুলিশ অন্যান্য চক্র সদস্যদেরও চিহ্নিত করার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages