একুশে মিডিয়া, ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভারতের কারাগারে বন্দি ৯০ বাংলাদেশি জেলে ও নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। কাল বিকেল ৩টায় তারা চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছাবেন।
অপরদিকে, বাংলাদেশে বন্দি ৯৫ ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দিয়ে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে। আজ মধ্যরাতের পরে হিরণ পয়েন্টে এই বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে।
ফিশিং নৌযান বিনিময়:
বিনিময়ের অংশ হিসেবে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি মাছ ধরার নৌকাও হস্তান্তর করা হবে।
আন্তঃমন্ত্রণালয় সমন্বয়:
পররাষ্ট্র, স্বরাষ্ট্র, নৌপরিবহন, এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
ঘটনার পটভূমি:
গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ জলসীমায় প্রবেশের দায়ে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছিল। অন্যদিকে, গত ৯ ডিসেম্বর ভারতের উড়িষ্যার সমুদ্রসীমায় বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ আটক হয়, যার মধ্যে ৭৮ জন জেলে ছিলেন। এর আগে, ১২ সেপ্টেম্বর বাংলাদেশের নৌকা ‘এফবি কৌশিক’ ডুবে গেলে সেখান থেকে ১২ জন জেলেকে ভারতীয় কর্তৃপক্ষ উদ্ধার করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আটক রাখে।
বর্তমান অবস্থা:
মুক্তি পাওয়া ৭৮ বাংলাদেশি জেলে উড়িষ্যার পারাদ্বীপ থেকে এবং ১২ জন পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে দেশে ফেরার পথে রয়েছেন। আগামীকাল (৬ জানুয়ারি) দুপুর নাগাদ তারা চট্টগ্রামে পৌঁছাবেন।
এই উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment