মোরেলগঞ্জে দুদকের অভিযান: কৃষি দপ্তরের বিতরণকৃত ১১টি মেশিনের হদিস নেই - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 January 2025

মোরেলগঞ্জে দুদকের অভিযান: কৃষি দপ্তরের বিতরণকৃত ১১টি মেশিনের হদিস নেই

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় কৃষি দপ্তরের অনিয়ম দুর্নীতি তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলার কৃষি দপ্তর থেকে বিতরণকৃত ১৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিনের কোনো হদিস না পাওয়ায় এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার ( জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট জেলা দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম উপজেলা কৃষি দপ্তরে ঘণ্টাব্যাপী অভিযান চালায়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, "২০২১-২০২২ ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারিভাবে ৭০% ভর্তুকিতে ১৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ছিল ৩০ থেকে ৩২ লাখ টাকা, যার মধ্যে কৃষকদের বহন করতে হয়েছে লাখ টাকা। বাকি অংশ সরকার ভর্তুকি দিয়েছে। তবে কাগজে কলমে মেশিনগুলো বিতরণ দেখানো হলেও বাস্তবে ১১টি মেশিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।"

সুবিধাভোগীদের অনেকেই অভিযোগ করেছেন, তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে তালিকায় নাম সংযুক্ত করা হয়েছে, কিন্তু মেশিন বিতরণের প্রক্রিয়াটি শুধু আনুষ্ঠানিক ছবি তোলাতেই সীমাবদ্ধ ছিল।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে মেশিন বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হবে।

অভিযানের সময় সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: সরকারের উদ্যোগে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের উদ্দেশ্য ছিল স্বল্প সময়ে সাশ্রয়ী উপায়ে কৃষকদের ধান কাটার সুবিধা নিশ্চিত করা। তবে অনিয়মের কারণে প্রকৃত সুবিধাভোগীরা মেশিন থেকে বঞ্চিত হচ্ছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages