কৃষি, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বাংলাদেশে বিশেষ গুরুত্ব পাচ্ছেন পাকিস্তান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 January 2025

কৃষি, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বাংলাদেশে বিশেষ গুরুত্ব পাচ্ছেন পাকিস্তান

একুশে মিডিয়া, প্রতিবেদন:


পাকিস্তান বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন বিপণন, শিক্ষা, পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুদেশের জনসংখ্যার বিশালতা বিবেচনায় বাণিজ্যের পরিমাণ অনেক কম। উভয় দেশেরই বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে আরও ঘনিষ্ঠ ডায়ালগের প্রয়োজন। উভয় দেশের সম্ভাব্য সহযোগিতা উন্মোচিত হলে দুই পক্ষই লাভবান হবে।

ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ জানান, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা প্রসারে আগ্রহী। তবে ভিসা জটিলতা সরাসরি ফ্লাইট না থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন বিপণন, শিক্ষা, পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগ করতে চায়। পাকিস্তান সরকার নতুন এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে, যা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য পাকিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

এছাড়াও তারা বাংলাদেশে ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফরে রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages