একুশে মিডিয়া, ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নরওয়ে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। পরে ওই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) রাতে। মারধরের পর বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে জরিমানা করা হয়। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কী ঘটেছিল?
জানা যায়, রাত সোয়া ৯টার দিকে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন। গেটের পাশে দাঁড়িয়ে এক এভসেক সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। এরপর অন্যান্য এভসেক ও আনসার সদস্যরা সাঈদকে কনকর্স হলের দিকে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তার মাথা ও মুখ ফেটে যায়।
জরিমানা ও সামাজিক প্রতিক্রিয়া:
মারধরের পর গভীর রাতে সাঈদ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হলেও আহত যাত্রীর রক্তমাখা শরীর ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
ভিডিওতে সাঈদকে বলতে শোনা যায়, “আপনারা পাঁচ-ছয় জন ধরে আমাকে মারছেন।” অন্যদিকে, এক এভসেক সদস্য তাকে উত্তর দেন, “আমাকে ধাক্কা দিলেন। আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে।” আহত ব্যক্তি এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ধাক্কা দিইনি।”
বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, “রাত সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক আগমনী ক্যানোপি-২ এর সামনে দুজন যাত্রীর কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, “একজন প্রবাসীর জন্য দেশে ফিরে বিমানবন্দরে মারধরের শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ঘটনা নজিরবিহীন।”
প্রশাসনের পরবর্তী পদক্ষেপ:
এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষ গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
No comments:
Post a Comment