জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 January 2025

জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী মোহাম্মদ ফারুক। নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১০৯ জন শিক্ষার্থীকে বরণ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা, সৃজনশীলতা এবং পরিশ্রম বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের জন্য তাসনিয়া ইসলাম সারিকা, তানজিম তাসিন, মরিয়ম ইসলাম রিনিক এবং সোহেলী জান্নাত তাদের আনন্দ উচ্ছ্বাস তুলে ধরে বলেন, “এই বিদ্যালয়ের অংশ হতে পেরে আমরা গর্বিত। সহপাঠী এবং শিক্ষকদের ভালোবাসা আমাদের শিক্ষাজীবনকে স্মরণীয় করে তুলবে।

প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম বলেন, “নবীন বরণ শিক্ষাজীবনের এক বিশেষ মুহূর্ত। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন অনুপ্রেরণা জাগ্রত করার উৎস। আমি বিশ্বাস করি, এই নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষিকা, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages