একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সাবেক কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ:
প্রত্যক্ষদর্শীরা জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসার পরপরই বিক্ষুব্ধ জনতা সাবেক ওসি নেজাম উদ্দীনকে ঘিরে ধরে। তাঁরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টানাহেঁচড়া করে শার্ট ছিঁড়ে ফেলে।
পূর্বের অভিযোগসমূহ:
জানা গেছে, মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নেজাম উদ্দীনের বিরুদ্ধে নির্যাতনসহ নানা ধরনের অভিযোগ উঠেছিল।
পুলিশের বক্তব্য:
ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সাবেক ওসি নেজাম উদ্দীনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
পেশাগত দায়িত্বপালন:
সাবেক ওসি নেজাম উদ্দীন সর্বশেষ পটিয়া থানায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, ও সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার পর জনসাধারণের প্রতিক্রিয়া ও এর প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
No comments:
Post a Comment