সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা ইউনূসের - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 January 2025

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা ইউনূসের

একুশে মিডিয়া, ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

রোববার ( জানুয়ারি) দুপুর দেড়টায় রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেন।

তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার আস্থার প্রতীক। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সেনাবাহিনীকেপ্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণএই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।"

প্রধান উপদেষ্টা খেলাধুলার উদাহরণ দিয়ে বলেন, "যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে এবং প্রস্তুতি নেয়, তার বিজয়ের সম্ভাবনাও তত বেশি। যুদ্ধক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।"

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, "যুদ্ধকৌশল দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসনীয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে যুগোপযোগী বাস্তবসম্মত প্রশিক্ষণ নিতে হবে।"

অনুশীলনস্থলে উপস্থিত হলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এবং যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

এই সামরিক অনুশীলনে সেনাবাহিনীর আধুনিক প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেনাসদস্যদের সর্বদা প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages