চট্টগ্রাম সিইপিজেড এলাকায় ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 11 January 2025

চট্টগ্রাম সিইপিজেড এলাকায় ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫-২০ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মনির হোসেন জানান, বেলা ১২টার পর থেকে আহত শ্রমিকরা হাসপাতালে আসতে শুরু করেন। এখন পর্যন্ত অন্তত জন আহত শ্রমিককে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নোট করা সম্ভব হয়নি।

পুলিশ শ্রমিক সূত্রে জানা গেছে, বাৎসরিক শতাংশ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। অনেক কারখানা কর্তৃপক্ষ এই দাবিগুলো মেনে নিলেও অন্য কারখানাগুলোর শ্রমিকরা একই দাবিতে আন্দোলন শুরু করেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৯টার দিকে মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকরা আন্দোলনের সময় হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং একপক্ষ অন্যপক্ষের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় মূল গেট খোলা নিয়ে কথা-কাটাকাটির কারণে। সংঘর্ষে আহত শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান করছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages