চট্টগ্রাম কারাগারে ডিভিশন সুবিধা ও বঞ্চিত ভিআইপিদের তালিকা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 January 2025

চট্টগ্রাম কারাগারে ডিভিশন সুবিধা ও বঞ্চিত ভিআইপিদের তালিকা

একুশে মিডিয়া, প্রতিবেদন:


জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন। তাঁর মন্ত্রীসভার অনেক সদস্য বর্তমানে বিদেশে, তবে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক মন্ত্রীসহ কয়েকজন ভিআইপি ডিভিশন সুবিধা পেলেও অনেকেই সেই সুবিধা থেকে বঞ্চিত।

ডিভিশনপ্রাপ্ত ভিআইপিরা:

কারা সূত্রে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন:

  • ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক গৃহায়ণ গণপূর্তমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।
  • রফিকুল ইসলাম, হাটহাজারী থানার সাবেক ওসি, বর্তমানে সহকারী পুলিশ সুপার।
  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র।
  • ইয়াছিন রহমান টিটু, কেডিএস গ্রুপের চেয়ারম্যানের ছেলে, যিনি ভারতীয় নাগরিক জিবরান তায়েবি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

তাদের মধ্যে চিন্ময় কৃষ্ণ সম্প্রতি গ্রেপ্তার হয়ে ডিভিশন সুবিধা পেলেও ইয়াছিন রহমান অনেক আগে থেকেই এই সুবিধা ভোগ করছেন।

ডিভিশন সুবিধা থেকে বঞ্চিতরা:

ডিভিশন সুবিধা না পাওয়া উল্লেখযোগ্য ভিআইপিদের মধ্যে রয়েছেন:

  • . আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫)
  • এম লতিফ, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১১)
  • এবিএম ফজলে করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-)

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন,

যেসব বন্দী ডিভিশন পেয়েছেন তারা কারাবিধি অনুযায়ী সব সুবিধা পাচ্ছেন। তবে আদালত অনুমোদন না দেওয়ায় তিন ভিআইপি ডিভিশন পাননি এবং তারা সাধারণ কয়েদিদের সঙ্গে থাকছেন।

ডিভিশন সুবিধা কী?

কারাবিধি অনুযায়ী, ডিভিশন- এবং ডিভিশন- প্রাপ্তির যোগ্যতা সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অপরাধের প্রকৃতির ওপর নির্ভর করে। ডিভিশনপ্রাপ্ত বন্দীরা সাধারণ কয়েদিদের তুলনায় উন্নত জীবনযাত্রার সুযোগ পান, যার মধ্যে রয়েছে:

  • পৃথক কক্ষ, খাট, চাদর, চেয়ার টেবিল।
  • আলাদা শৌচাগার।
  • বাংলা ইংরেজি দৈনিক সংবাদপত্র।
  • রান্নার জন্য নির্ধারিত বরাদ্দ এবং পছন্দ অনুযায়ী খাবারের তালিকা।
  • কারা তত্ত্বাবধানে দায়িত্বে একজন সহায়ক কয়েদি।

উপসংহার:

ডিভিশন সুবিধা নিয়ে কারাগারে ভিন্ন ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আদালতের অনুমোদন প্রাপ্তি এবং কারাবিধি অনুসারে এসব সুবিধা নির্ধারিত হয়। তবে যারা এখনও এই সুবিধা পাননি, তাদের পক্ষে সংশ্লিষ্ট পক্ষ থেকে আবেদন অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages