বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 January 2025

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা

একুশে মিডিয়া ডেস্ক:

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগে তাদের বিরুদ্ধে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ২২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ:

সোমবার ( জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে দুটি মামলা করেন। সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে উভয় মামলায় আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮১ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। এসব অর্থ ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে উৎস গোপন করার চেষ্টা করেন। এছাড়া, তার নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে।

অন্যদিকে, তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামীর অবৈধ সম্পদ বৈধ করতে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। প্রক্রিয়ায় তিনি কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে মানি লন্ডারিংয়ের অপরাধে জড়িত হয়েছেন। এছাড়া, তার নামে কোটি লাখ ৩০ হাজার ১০ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগের ধারা:

দুই মামলায় তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭() ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর () ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

প্রেক্ষাপট: দুদকের এসব মামলার মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তার স্ত্রীর আর্থিক লেনদেন সম্পদের বিষয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages