মোঃ হাফিজুর রহমান, সাভার:
আশুলিয়ার বাগবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে। বুধবার (৮ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন আশুলিয়া তিতাস গ্যাস জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন।
প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন সাংবাদিকদের জানান, একটি চক্র রাতের আঁধারে অবৈধভাবে বাগবাড়ি এলাকায় গ্যাস সংযোগ স্থাপন করেছিল। এসব সংযোগ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল। অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ সংযোগ বন্ধে তিতাসের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াত, উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন আলী এবং তিতাসের কারিগরি দলের অন্যান্য সদস্যরা।
তিতাস কর্তৃপক্ষের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং অবৈধ সংযোগ রোধে তাদের পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
No comments:
Post a Comment