বইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 January 2025

বইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল!

একুশে মিডিয়া, ডেস্ক:

নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ের গ্রাফিতি অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। কিন্তু, সঠিক তারিখ ১৬ জুলাই।

এছাড়া, সাঈদের নিহত হওয়ার সঠিক তারিখ উল্লেখ করা হয়েছে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়েরআমাদের নতুন গৌরবগাঁথাশিরোনামের অধ্যায়ে।

বিষয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক কে এম রিয়াজুল হাসান ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং বিভ্রান্তি সংশোধন করবেন। এছাড়া, অনলাইন ভার্সনে দ্রুত এই ভুল ঠিক করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার সময় রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এই আন্দোলনটি পরবর্তীতে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলস্বরূপ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages