রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত আরও দুইজন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 24 January 2025

রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত আরও দুইজন

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় দিনদুপুরে মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

নিহত মো. জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার বাসিন্দা এবং আবু ছৈয়দ মেম্বারের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জে শুকটি (শুকনো মাছ) ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা জাহাঙ্গীরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহাঙ্গীরসহ গাড়িতে থাকা তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মো. জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর নোয়াপাড়া এলাকার মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages