পটিয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 24 January 2025

পটিয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের পটিয়ায় কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ধলঘাট ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মিলন দত্তের পুত্র।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজন দত্ত দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করছিলেন। শুক্রবার সকালে তিনি ঘর থেকে বের হয়ে ধলঘাট রেল স্টেশনে যান। সেখানে কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ধলঘাট ইউনিয়ন পরিষদের নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ জানান, রাজন দত্ত স্থানীয়ভাবে একজন পরিচিত প্রিয় শিক্ষক ছিলেন। তিনি তিন ভাইয়ের মধ্যে মেঝ ছিলেন।

রাজন দত্তের ঘরে ড্রয়ারে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তিনি লিখেছেন:
আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোনো হাত নেই। অকারণে কাউকে দোষ দিবেন না কিংবা হয়রানি করবেন না।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল জানান, ঘটনাস্থলে গিয়ে জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages