একুশে মিডিয়া ডেস্ক:
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাব্বির ইকবালকে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
শাব্বির ইকবাল কক্সবাজারের পেকুয়ার সন্তান। তিনি ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, ফরিদপুরের চরভদ্রাসন ও বোয়ালমারীতে এসি-ল্যান্ড, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শাব্বির ইকবাল চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় চার বছর সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালের ৭ আগস্ট তিনি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এবং সেই পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এই পদক্ষেপে তার পেশাগত জীবন একটি নতুন ধাপে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment