একুশে মিডিয়া:
সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কুলখানি আগামী মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের পুত্র নাদিম এ চৌধুরী আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। — প্রেস বিজ্ঞপ্তি
ইনাম আহমদ চৌধুরীর জীবনী:
ইনাম আহমদ চৌধুরী বাংলাদেশের একজন বিশিষ্ট প্রশাসক, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তাঁর জন্ম সিলেট জেলায়। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সরকারি চাকরিতে যোগদান করেন।
তিনি দীর্ঘসময় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি, তিনি রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেসরকারীকরণ প্রক্রিয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি লেখালেখি ও সমাজসেবায় যুক্ত ছিলেন। তাঁর চিন্তাধারা ও অভিজ্ঞতা বিভিন্ন প্রবন্ধ ও বক্তৃতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। দেশ ও জনগণের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুম ইনাম আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
No comments:
Post a Comment