এইচ.এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় লবণ চাষিদের মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসী এহসানসহ তার অনুসারীরা এ হামলা চালায়।
আহত সাংবাদিকদের মধ্যে এম. আবদুল্লাহ আনসারী পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি। অপর আহত সংবাদকর্মী সজীবকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পেকুয়ার সাংবাদিকরা।
No comments:
Post a Comment