বাঁশখালীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলার দুই আসামি গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 9 February 2025

বাঁশখালীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলার দুই আসামি গ্রেপ্তার

মুহাম্মদ দিদার হোসাইন:

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শীলকূপ ইউনিয়নের নম্বর ওয়ার্ড মনকিরচর এলাকার মো. মোস্তফার ছেলে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রহিম (৪০), যিনি রহিম মেম্বার নামে পরিচিত। অপরজন হলেন উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর নম্বর ওয়ার্ডের মো. কাঞ্চনের ছেলে, নাশকতা মামলার আসামি মো. রহিম (৩৮)

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বাঁশখালী থানা পুলিশের একটি দল রবিবার ( ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মনকিরচর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই মোরাদ হোসেন, এএসআই আজিজুর রহমান এএসআই আকবর মিয়া সিকদারসহ সঙ্গীয় ফোর্স।

অপরদিকে, এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গুনাগরী খাসমহল এলাকায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মো. রহিমকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, "সাজাপ্রাপ্ত পলাতক আসামি রহিম মেম্বার গুনাগরী এলাকা থেকে নাশকতা মামলার আসামি মো. রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages