একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, লোকমানের বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন সর্বস্ব গ্রাস করে নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল ক্ষতিগ্রস্ত বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মোঃ দিলাল, লোকমান, দেলোয়ার, কাসেম, মামুন, আকবর, জব্বার, শেয়ার আলী, মোঃ মিয়া, রিদুয়ান ও ইসমাইল।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই সবকিছু পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।
No comments:
Post a Comment