ওসমান হোসাইন, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা শওকত হোসেন বাবু (৩৮) এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইশরাত আশরাফি অপি (২৫) গ্রেফতার হয়েছেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে এই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বাবু (৩৮), যার বাড়ি সোলাইমান হাজীর বাড়িতে। তার পিতা মৃত মো. আজম এবং মাতা মরিয়ম বেগম।
অপরজন হলেন চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের খান বাড়ির বাসিন্দা ইশরাত আশরাফি অপি (২৫), যার পিতা আশরাফ আলী এবং মাতা পারভীন আক্তার। তিনি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কর্ণফুলী থানা ছাত্রলীগের নির্বাহী সদস্য ছিলেন।
ওসি মুহাম্মদ শরীফ আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে। তাদের ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment