চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 9 February 2025

চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

একুশে মিডিয়া, ডেস্ক:

চলতি বছরের শেষদিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোও তাদের কৌশল প্রার্থী ঠিক করছে। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। দলটি অন্তত ১০টি আসনে জয়ের লক্ষ্য নিয়েই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।

মনোনয়নপ্রাপ্ত শীর্ষ নেতারা:

চট্টগ্রামের বিভিন্ন আসনে জামায়াতের শীর্ষ নেতারা মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী (সাতকানিয়া-লোহাগাড়া) সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন (ফটিকছড়ি) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী (খুলশী-পাহাড়তলী-হালিশহর) উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার (সন্দ্বীপ) তবে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির . . শামসুল ইসলাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী এবার মনোনয়ন পাননি। সাতকানিয়া-লোহাগাড়ায় শামসুল ইসলামের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, আর হাটহাজারীতে মনোনয়ন পেয়েছেন অপেক্ষাকৃত নতুন মুখ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম

চট্টগ্রামের ১৬ আসনে মনোনীত প্রার্থীরা:

চট্টগ্রাম- (মীরসরাই): এডভোকেট সাইফুর রহমান।

চট্টগ্রাম- (ফটিকছড়ি): অধ্যক্ষ নুরুল আমিন।

চট্টগ্রাম- (সন্দ্বীপ): আলাউদ্দিন শিকদার।

চট্টগ্রাম- (সীতাকুণ্ড): আনোয়ারুল সিদ্দিকী।

চট্টগ্রাম- (হাটহাজারী): ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

চট্টগ্রাম- (রাউজান): শাহজাহান মঞ্জুর।

চট্টগ্রাম- (রাঙ্গুনিয়া): অধ্যক্ষ আমিরুজ্জামান।

চট্টগ্রাম- (চান্দগাঁও-বোয়ালখালী): ডা. আবু নাসের।

চট্টগ্রাম- (কোতোয়ালী-বাকলিয়া): ডা. ফজলুল হক।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর): অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): শফিউল আলম।

চট্টগ্রাম-১২ (পটিয়া): ইঞ্জিনিয়ার লোকমান।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): অধ্যাপক মাহমুদুল হাসান।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): ডা. শাহাদাৎ হোসাইন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): জহিরুল ইসলাম।

নেতাদের প্রতিক্রিয়া:

নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, "জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক ঘোষণার আগে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তবে ফেব্রুয়ারি সংসদীয় বোর্ডের সভা হয়েছে।"

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী জানান, "সংসদীয় বোর্ড প্রার্থী নির্ধারণ করেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।"

এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, "চট্টগ্রামের ১৬টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন ঘিরে কাজ শুরু করেছি।"

নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তুতি:

জামায়াত নেতারা জানিয়েছেন, তারা এবার জনমুখী রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে চট্টগ্রামের ১০টি আসন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages